২৯ মার্চ, ২০২৪

Para: বিশ্বকাপ উন্মাদনা উত্তর কলকাতার ছোট পাড়ায়, দেখা মিলছে মেসি-মারাদোনা-রোনাল্ডোদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-25 17:49:43   Share:   

হীরক বোস: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) উন্মাদনায় ফুটছে শহর কলকাতা (Kolkata)। ব্রাজিলের দুরন্ত জয় যেন সেই উচ্ছ্বাসকে দ্বিগুণ করেছে। এদিকে, আবার রোনাল্ডো (Ronaldo) পাঁচ বিশ্বকাপেই গোল করে নজির গড়েছেন। তাই পর্তুগালেরও সাপোর্ট বাড়ছে। আর্জেন্টিনাকে (Argentina) নিয়ে বেশ চাপে মেসি ভক্তরা। এমনই সব বিষয় নিয়ে ফুটবল আড্ডা জমে উঠেছে উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনে। কাতার ফুটবল জ্বরের আঁচ এসে পড়েছে উত্তর কলকাতার এই বনেদি পাড়াতে। যেখানকার রাস্তা সেজেছে হলুদ-নীল আর নীল-সাদা রং-এ। বাড়ির দেওয়ালে মেসি-রোনাল্ডো-নেইমার থেকে মারাদোনার ছবি আঁকা। সঙ্গে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের ফ্ল্যাগ। আর রয়েছে ১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত প্রত্যেক চ্যাম্পিয়নদের ট্রফি হাতে পোষ্টার। 


দিশারি ক্লাবের ছেলেরা একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাতারের ফ্যান জোন তুলে এনেছে কলকাতায়। ক্লাবে বসেই জায়েন্ট স্ক্রিনে দেখা হচ্ছে বিশ্বকাপের খেলা। আর চলছে মেসি, নেইমার, রোনাল্ডোদের নিয়ে কাটাছেঁড়া। ইতিমধ্যে বিশ্বকাপের মূলপর্বে অংশ গ্রহণ করা ৩২টি দেশ একটি করে ম্যাচ খেলে ফেলেছে। সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনা-জার্মানি। অপরদিকে সাম্বা ঝড়ে উড়ে গিয়েছে ছোট দেশ সার্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘানার বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল।


এই অবস্থায় আগামি দিনে রাউন্ড অফ ১৬-এ কোন সেরা ষোলো দল যায়, সেদিকে তাকিয়ে ক্রীড়া ফুটবল বিশ্ব।


Follow us on :