২০ এপ্রিল, ২০২৪

FIFA: কাতার বিশ্বকাপে নজরকাড়া আর্থিক পুরস্কার! শেষ ১৬ থেকে চ্যাম্পিয়ন, জানতে চান পুরস্কারমূল্য
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 14:37:40   Share:   

আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন। তারপরেই কাতারে বল গড়াবে ২০২২ বিশ্বকাপের (Qatar World Cup 2022)। চূড়ান্ত সূচি, হাতে হাতে ঘুরছে প্রিয় দলের খেলার সময়। এই প্রথম শীতকালে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। প্রতিবারের মতো এবারেও মোট ৩২টি দল অংশ গ্রহণ করবে ফুটবলের এই মহাযুদ্ধে। তাৎপর্যপূর্ণ ভাবে বিশ্বকাপের বাইরে চারবারের চ্যাম্পিয়ন ইতালি (Italy)। এবার সম্ভবত শেষ বিশ্বকাপ মেসি, রোনাল্ডোদের (Messi-Ronaldo)। ইতিমধ্যে জোর চর্চা বিশ্বকাপজয়ী হলে পুরস্কারের আর্থিকমূল্য ঠিক কত হবে?

শুনলে চোখ অবশ্যই আপনাদের কপালে উঠবে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কাতার বিশ্বকাপ থেকে পাবেন ৩৮ মিলিয়ন ইউরো। রানার্স দল পাবেন ২৭.২৭ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২৪.৪৫ মিলিয়ন ইউরো। এখানেই শেষ নয়, যে ৮ দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলবে, প্রতি দল পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো। শেষ ১৬-র বিজেতা দলগুলো পাবে ১১.৭ মিলিয়ন ইউরো। এখন অপেক্ষা শুধু বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আর বাঙালির প্রহর গোনার।


Follow us on :