১৯ এপ্রিল, ২০২৪

Argentina: 'জিততেই হবে', এই শব্দকে মাথায় ঢুকিয়ে পোল্যান্ডের বিরুদ্ধে নামছে মেসিরা, দেখুন প্রথম একাদশ
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-30 16:29:42   Share:   

মুন্নি চৌধুরী:  ৯৭৪, নেহাৎই কোনও সংখ্যা নয়। আস্ত ফুটবল স্টেডিয়াম, কাতারের কামাল। স্রেফ কন্টেনার দিয়ে তৈরি এই স্টেডিয়াম নিয়ে কৌতূহলের শেষ নেই। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে হতে চলা আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ (Argentina vs Poland) নিয়েও কৌতূহলের শেষ নেই। ৯৭৪ স্টেডিয়ামের আয়ু বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফুরোলেই শেষ। কন্টেনার খুলে রাখা হবে। হাউভোল্টেজ ম্যাচের আগে পোল্যান্ডের সমর্থকেরা বিদ্রুপ করছেন। কন্টেনারে ভরেই দেশে পাঠানো হবে মেসিদের (Lionel Messi)। তরজা চলছে গরমাগরম। আসলে গ্রুপ সি থেকে কারা পরের রাউন্ডে যাবে তা পরিষ্কার নয়। চার দলের তুমুল লড়াই। একদিকে এলএম-১০ বনাম লেওয়ানডস্কি। অন্যদিকে সৌদির সামনে মেক্সিকো। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে পোল্যান্ড। ৩ পয়েন্ট মেসিদের। একই পয়েন্টে দাঁড়িয়ে সৌদি। কিন্তু গোল পার্থক্য এগিয়ে রেখেছে স্কালোনির নীল-সাদাকে।

সোজা সাপটা সমীকরণ, পোল্যান্ডকে হারালেই নক আউটের টিকিট মিলবে আর্জেন্টিনার। হারলে? তাকিয়ে থাকতে হবে সৌদি ম্যাচের দিকে। মরুর দেশ জিতে গেলে বিদায়ঘণ্টা বেজে যাবে মেসিদের। ড্র হলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তাই সবচেয়ে সহজ রাস্তায় হাঁটতে চাইছেন আর্জেন্টিনা কোচ,'জিততে হবে'। ৩ পয়েন্ট আর নক আউটের ছাড়পত্র পেতে ভরসা সেই লিওনেল মেসি, ডি মারিয়া, ডি পল, লাউতারো মার্টিনেজ। স্কালোনির হাতে ঘুঁটি কম নেই। কিন্তু পোল্যান্ড জানে মেসিকে রুখতে পারলে অর্ধেক কাজ হয়ে যাবে।

৪-২-২ স্ট্রাটেজিতে দল সাজিয়েছেন স্কালোনি। মেক্সিকোর বিরুদ্ধে যারা প্রধান ডিফেন্ডার ছিলেন, তাঁদেরই এবারেও রাখা হচ্ছে। ডান দিকে জি মনিটেইল, দুটো স্টপার হচ্ছে ওটামেন্ডি আর লিসান্দ্র মার্টিনেজ। বাঁ দিকে একুনা। দু'জন স্ট্রাইকার মেসি আর লাউতারো মার্টিনেজ। পিছন থেকে মাঝ মাঠের দখল এবং বল পাসিংয়ের দায়িত্বে ম্যাক আলিস্টার, রডরিগেজ, ডি পল এবং ডি  মারিয়া। গোলরক্ষক ডি মার্টিনেজ। তবে পরিস্থিতি দেখে বদলাতে পারে স্ট্রাটেজি।

বিশ্ব ফুটবলের বরপুত্র আগের ম্যাচে ম্যাজিক গোল করেছেন। এবার আরও একটা পরীক্ষা। সৌদির কাছে হেরেও দারুণভাবে ফিরে এসেছে আর্জেন্টিনা। মেসি আর বাকি দশজন পারবেন তো? প্রহর গুনছে আর্জেন্টিনা।


Follow us on :