২০ এপ্রিল, ২০২৪

France: বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ, মন খারাপ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-20 12:53:02   Share:   

আর মাত্র কয়েকঘন্টা বাদেই বল গড়াবে ২০২২ কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022)। তার আগেই খারাপ খবর ফ্রান্স (France Football Team) শিবিরে। চোটের কারণে চলতি বিশ্বকাপে বল পায়ে দেখা যাবে না ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। অনুশীলনে চোট পান করিম, MRI করলে দেখা যায় পেশিতে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা জানান, মাঠে নামতে পারবেন না ফরাসি স্কোয়াডের এই নির্ভরযোগ্য স্ট্রাইকার। এমনিতেই চোটের কারণে পল পোগবা, এন গলো কান্তে এই বিশ্বকাপে নেই। এবার সেই তালিকায় নাম উঠলো জাতীয় দলের জার্সি গায়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল করা বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদ স্টার করিমের বদলে কে, সেটা নিয়ে টিম মিটিং শুরু করেছে ফরাসি শিবির।

সূত্রের খবর, এসি মিলানের অলিভার জিরুদকে বেঞ্জেমার বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছেন দিদিয়ের দেশচ্যাম্প। আগামী ২২ তারিখ ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ ডেনমার্ক।


Follow us on :