২৬ এপ্রিল, ২০২৪

Japan: জার্মান বধের আনন্দের মধ্যে 'সভ্যতা'র মন জয়! খেলা শেষে স্টেডিয়াম সাফাই জাপানিদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-24 14:23:05   Share:   

জার্মানদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের (Japan beats German) দিন মন জয় করলেন জাপানি সমর্থকরা। জয়ের উৎসবের সঙ্গেই দায়িত্ব পালন। কাতারে (Qatar World Cup 2022) নজর কাড়ল জাপানি সমর্থকদের সংস্কৃতি। ২০১৪ আর ২০১৮-র বিশ্বকাপেও দেখা গিয়েছিল ম্যাচ শেষে জাপানি সমর্থকরা স্টেডিয়াম পরিষ্কার (Stadium Cleaning) করে মাঠ ছেড়েছেন। এবারও তার অন্যথা হল না। জয়ের উচ্ছ্বাসে ভেসে গেলেও নিজেদের দায়িত্ব পালন করতে ভুললেন না তারা। ম্যাচের সময় খাওয়ার প্যাকেট, জলের প্যাকেট-সহ বিভিন্ন জমা হওয়া আবর্জনা সংগ্রহ করে তারপর স্টেডিয়াম ছাড়লেন জাপানি সমর্থকরা।


জার্মানদের ২-১ গোলে হারিয়ে বিশ্বফুটবলকে তাক লাগিয়েছে জাপান। এবার দায়িত্ব পালন করে বিশ্ববাসীর মন জয় করলো সে দেশের সমর্থকরা। কাতার ইকুয়েডর প্রথম ম্যাচেও স্টেডিয়ামে থাকা কিছু জাপানি সমর্থককে ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। ২০১৮-র বিশ্বকাপেও তাদের এই কাজের জন্য ফিফার থেকে পুরষ্কৃত হয়েছিল জাপানিরা। সেই দায়িত্ববোধ ধরে রেখেই ঐতিহাসিক জয়ের দিন আন্দোলন ভেসে যাওয়ার মধ্যেও দায়িত্ব পালন করে গেলেন জাপানিরা।


Follow us on :