২৯ মার্চ, ২০২৪

Cup: শৃঙ্খলাই জাতির মেরুদণ্ড! এই প্রবাদ সত্যি করেই তিকিতাকা ফুটবলকে ভোঁতা করলো জাপান
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-02 14:22:52   Share:   

শৃঙ্খলাই জাতির মেরুদণ্ড। সেই পুরোনো প্রবাদটাই নতুনভাবে শেখাচ্ছে জাপান (Japan versus Spain)। একবার নয়, বারবার। একদিন নয়, প্রতিদিন। মাঠ আর মাঠের বাইরে সূর্যোদয়ের দেশকে নিয়ে কৌতুহলের শেষ নেই মরুর দেশে (Qatar World Cup)। স্পেন ম্যাচের পর সমর্থকদের গ্যালারি পরিষ্কার করার ছবি, ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায়। আর মাঠে?

পরিসংখ্যান বলছে, ১০৫৮টি পাস খেলেছে স্পেন। জাপান মেরেকেটে ২৫০ পাস খেলেছে। বল সাড়ে ১৭ শতাংশের একটু উপরে। এত কম বল পজেশন নিয়েও ম্যাচ জিতল জাপান। এই রেকর্ডও নতুন বিশ্বকাপে। আসলে সেই শৃঙ্খলার গল্পই ফুটে উঠছে মারিয়াসুর দলের খেলায়।

স্পেনের পাসিং ফুটবলের ঝড়, তিকিতাকা রুখতে প্রতি আক্রমণ, আর ৯০ মিনিট বল প্রেসিংয়ে জোর দিয়েছিলেন কোচ। প্রচণ্ড দলীয় শৃঙ্খলা না থাকলে এটা সম্ভব নয়। ডিফেন্স, মাঝমাঠ, স্ট্রাইকার লাইনের দূরত্ব কয়েক গজের বেশি থাকে না। অফুরন্ত দম। ৯০ মিনিট টাট্টু ঘোড়ার মতো ছুটতে হয়। তাগিদ আর স্পিরিট দিয়ে ঢেকে দিতে হয়। চূড়ান্ত শৃঙ্খলা ছাড়া কিছুই সম্ভব নয়।

বৃহস্পতিবারের ম্যচের পর বলাই যায়, স্পেনের তিকিতাকা নিজেদের পাতা জালেই আটকে গিয়েছে। নক আউটে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে জাপান। গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া। ফুটবল বিশেষজ্ঞদের মত, শৃঙ্খলাকেই প্রধান অস্ত্র করে লুকা মদ্রিচদের বিরুদ্ধেও মাঠে নামবেন জাপানিরা।   


Follow us on :