২৬ এপ্রিল, ২০২৪

World Cup: শুরুতেই ধাক্কা আয়োজক কাতারের, জয়ী ইকুয়েডর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-21 10:22:44   Share:   

অভিজ্ঞ ভ্যালেন্সিয়ার দাপটে কার্যত উড়ে গেল ২০২২ বিশ্বকাপ (Qatar World Cup 2022) আয়োজক দেশ কাতার (Qatar)। বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলাফল ২-০। প্রথম গোল এলো পেনাল্টি থেকে। রবিবার আল বায়েট স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ ছিল কাতার সমর্থক। প্রথম ম্যাচে মাঠে হাজির ছিলেন ৬৭ হাজার ৩৭২ জন দর্শক। নিরাশ হয়েই বাড়ি ফিরতে হল কাতার সমর্থকদের। ম্যাচের শুরু থেকেই পাসিং ফুটবলের উপর জোর দিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইকুয়েডর (Ecuador)। স্বাভাবিক ভাবেই তাল কাটে কাতারের। কাতার গোল রক্ষক আল সাহিবের মাথা গরমের কারণে ১৬ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর। অভিজ্ঞতা সম্পন্ন অন্তনিয় ভ্যালেন্সিয়া ভুল করেননি দলের প্রথম গোলটি করতে।

এরপর ফের ৩১মিনিটে প্রিকিয়াডোর লম্বা পাস কাতার বক্সের ভেতরে থাকা ভ্যালেন্সিয়ার মাথা ছুঁয়ে জালে জড়ায়। প্রথমার্ধের ২-০ গোলের পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি কাতার। শুরু থেকেই ৪-৪-২ ফর্মে খেলে বাজিমাৎ করল ইকুয়েডর। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারির কাজ দেখল দর্শকরা। ম্যাচের শুরুতেই ইকুয়েডরের একটি গোল বাতিল হয় এই প্রযুক্তির ফলে। আয়োজক কাতারের পক্ষে নজর করা ফুটবল খেলতে সেভাবে দেখা যায়নি। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ শক্ত হয়ে গেলো আয়োজকদের জন্য।


Follow us on :