১৬ এপ্রিল, ২০২৪

France: টিম গেমকে পুঁজি করেই শুরুতে বাজিমাৎ ফ্রান্সের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 11:30:04   Share:   

চোটের কারণে নির্ভরযোগ্য স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema) ছিটকে যাওয়ার পর নিন্দুকেরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন  জিদানের (Jinedin Zidane) দেশের দৌড় এবার কি লম্বা হবে? সকলের উত্তর বোধহয় ফিরিয়ে দিলেন এমবাপে, গ্রিজম্যান, জিরুডরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পিছিয়ে থেকেও যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে ফরাসিরা (France beats Australia) তাতে নিশ্চিৎ এই দল নিরাশ করবে না।দিদিয়ের দেশর খেলোয়াড়রা খোঁচা খাওয়া বাঘের মতো আচরন করছে কাতারের সবুজ গালিচায়।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গেলে জয় পেল ফ্রান্স। অজি কোচের ৪-১-৪-১ ফর্মেশনের পাল্টা ফ্রান্স কোচ দল নামান ৪-২-৩-১ ফর্ম্যাটে। জিরুডকে একদম সামনে রেখেই আক্রমন ভাগ সাজিয়েছিলেন ফ্রান্স কোচ। তাতেই বাজিমাৎ।

শুরুর ৯ মিনিটে গডউইনের গেলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচে সমতা ফেরাতে অপেক্ষা করতে হয় আরো ১৬ মিনিট। ২৭ মিনিটে রবিয়টের গোলে সমতায় ফেরে ফ্রান্স। এরপর ৩২ মিনিটে সেই রবিয়টের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সি পড়া জিরুড। দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি অস্ট্রেলিয়া।অনবদ্য কলিয়ান এমবাপে। দলের তৃতীয় গোলটি করেন এই তারকা খেলোয়াড়। ৭১ মিনিটে ফ্রান্সের শেষ গোলটি করেন সেই জিরুড। চোটে জর্জরিত ফ্রান্স শিবির এক ঝাঁক তারকা ছাড়া এসেছে কাতারে।সেখানে প্রথম দিন থেকেই স্বপ্ন দেখাতে শুরু করল জিদান,থুরাম,থিয়েরি অরিদের উত্তরসূরিরা।


Follow us on :