২৯ মার্চ, ২০২৪

WC: মাঠে নামার আগে কতটা প্রস্তুত ইংল্যান্ড-ইরান শিবির, কোন স্ট্রাটেজি মাঠে
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-21 12:07:33   Share:   

আজকের খেলা: (ভারতীয় সময়)

ইংল্যান্ড বনাম ইরান   ৬ঃ৩০

সোমবার নিজেদের বিশ্বকাপ (World Cup 2022) অভিযান শুরু করেছে হ্যারি কেন, স্ট্যারলিন, পিকফোর্ডের মতো ইংলিশ তারকারা। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের (England-Iran) বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড। ২০১৮-র বিশ্বকাপে দুরন্ত দৌড় দেখা গিয়েছিল সাউথগেটের ছেলেদের। তবে এবার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ চাপে রয়েছেন ইংরেজ কোচ। কারন দলের সাম্প্রতিক খারাপ ফর্ম। শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখিনি ইংল্যান্ড। তার মধ্যে পাঁচ ম্যাচে মাত্র চার গোল করতে পেরেছেন ইংলিশ স্ট্রাইকাররা।

অপরদিকে, ফিফা ৱ্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা ইরান রয়েছে দুরন্ত ফর্মে। তৃতীয়বার বিশ্বকাপে কোয়ালিফাই করা ইরান তাদের শেষ ২২টা ম্যাচের মধ্যে মাত্র তিনটে ম্যাচে হারের মুখ দেখেছে। তবে শেষ দুবার বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়া এশিয়া মহাদেশের এই দলটি চমক দিতে চাইছে। হট ফেভারিট ইংল্যান্ড প্রথমবার মুখোমুখি হচ্ছে ইরানের। তবে চোট আঘাত চিন্তায় রেখেছে ইংরেজদের। কেইল ওয়ালকার আর জমস ম্যাডিসন চোটের জন্য খেলতে পারবেন না প্রথম ম্যাচে। অন্যদিকে, চোট থাকলেও ইরানি স্ট্রাইকার সর্দার আমাউন নামছেন ইংল্যান্ড ম্যাচে।

ইরানের কোচ কার্লোস কাইরোস কাউন্টার অ্যাটাক ধর্মী ফুটবলের কথা মাথায় রেখে ৪-৫-১ ছকে দল সাজাচ্ছেন। অপরদিকে, ইংল্যান্ড কোচ সাউথগেট ৩-৪-৩ ছকে আক্রমনাত্মক ফুটবল খেলতে মাঠে নামছে।


Follow us on :