২০ এপ্রিল, ২০২৪

Denmark:২০২০ ইউরো কাপের স্মৃতি ভুলে নতুন শুরু, বিশ্বকাপে ডেনমার্ক দলে ডাক পেলেন এরিকসেন
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 18:51:09   Share:   

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে জাতীয় দলে ডাক পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডের স্তম্ভ ক্রিশ্চিয়ান এরিকসেন। ডেনমার্কের ২৬ জনের দলে ২১ নম্বরে নাম রয়েছে এরিকসেনের। চলতি মাসের শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে গ্রুপ- ডি-তে রয়েছে স্ক্যান্ডনেভিয়ান এই দেশ। তাদের গ্রুপে ফ্রান্স,অস্ট্রেলিয়া এবং তিউনিশিয়া। আগামী ২২ শে নভেম্বর তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবেন ক্যাস্পার স্কিমাইকেল, এরিকসেনরা।

গ্রুপ পর্বে ডেনমার্কের বাকি দুই ম্যাচ ২৬ নভেম্বর ফ্রান্স এবং ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ডেনমার্ক ম্যানেজার ক্যাসপার আশাবাদী এরিকসনকে নিয়ে। তিনি বলেন "অনেক কিছুই হতে পারে"। ২০২০ ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন। মাঠে ফিরে ফের স্বমহিমায় এই খেলোয়াড়। প্রতি ম্যাচে জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী এই ড্যানিশ খেলোয়াড়।


Follow us on :