১৬ এপ্রিল, ২০২৪

Biman Basu: কোনও ব্র্যান্ড নয়, ভালো খেলার পক্ষে! এই বিশ্বকাপে কোন দল বিমান বসুর নেক নজরে
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-13 19:42:48   Share:   

কাতার বিশ্বকাপ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর চোখে। খেলা দেখে কী বলছেন তিনি

আমি বিশ্বকাপ খেলা দেখি। তবে আমার খেলা দেখা বলতে যে ভালো খেলে, সেটা উপভোগ করার চেষ্টা করি। আমি কোনও ব্র্যান্ডেড টিমের পক্ষে না, আমি ভালো খেলার পক্ষে। এই কু-অভ্যাস আমার বাচ্চা বয়স থেকে তৈরি হয়েছে। শৈশবে আমি স্কুল ফুটবল খেলতাম, ইন্টার স্কুল ফুটবল খেলেছি। কিন্তু কোনওদিন নির্দিষ্ট ক্লাবের সমর্থক হয়ে যায়নি। কোনও ক্লাব ভালো খেললে ভালো লাগে। কিন্তু ব্র্যান্ড দিয়ে নয় বরং খেলা দিয়ে বিচার করি।

যেমন মরোক্কোর খেলা আমার খুব ভালো লেগেছে। কারণ ওরা অদ্ভুত ভাবে ব্যাক পাস, সাইড পাস, ফ্রন্ট পাস--এসব শিখে নিয়েছে। মরোক্কো বিশ্বের দরবারে এমন টিম হিসেবে খেলেনি আগে। আমি অন্তত দেখেনি। ওদের দম সাংঘাতিক। যদিও দমটা বয়সের উপর নির্ভর করে। যেহেতু আমি ব্র্যান্ডেড ব্যাপারে থাকি না তাই মেসি, রোনাল্ডো কার খেলা ভালো লেগেছে, মন্তব্য করতে চাই না। অনেকে আহত হয় কারণ একজন একটা বল পাস দিল, সেই পাসের সদ্ব্যবহার হল না, আফসোস হয়। আমি সেই আফসোসের শিকার হতে চাই না।


Follow us on :