২৫ এপ্রিল, ২০২৪

WC: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় পিএসজি যোগ, জানেন কেন?
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 19:30:34   Share:   

বিশ্বকাপে (World Cup 2022) প্রথম ম্যাচে হার। সুপার সৌদিতে বিধ্বস্ত আর্জেন্টিনা (Argentina)। নীল সাদা সমর্থকের মনে আশঙ্কা এখন ক্রমাগত বাড়ছে। বাড়ছে  চিন্তাও। এর মাঝেই কাতারের (Qatar World Cup 2022) বাতাসে ডালপালা মেলেছে পিএসজি তত্ত্ব। যা শুনলে খানিকটা আশ্বস্ত হতে পারেন মেসি (Lionel Messi) সমর্থকরা। একটু বিস্তারিতভাবে বলা যাক। লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবেই খেলেন মেসি। পিএসজি ফরাসি লিগের প্রথম সারির ক্লাব।

২০০১ সালে ওখানে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো।পরের বছর ছিল বিশ্বকাপের আসর। কাপ জিতেছিল ব্রাজিল। রাতারাতি মহাতারকা হয়ে উঠেছিলেন রোনাল্ডিনহো। এরপর ২০১৭, পিএসজি রেকর্ড অর্থে সই করায় এক ফরাসি তারকাকে। এমবাপে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কাঁপিয়ে সেরা যুব ফুটবলারের সম্মান পান তিনি। কাপও জেতে ফ্রান্স। এরপর ২০২১, বার্সেলোনা থেকে মেসিকে সই করায় পিএসজি। আর কাকতলীয় হলেও এবারই বিশ্বকাপের আসর বসেছে কাতারে। রোনাল্ডিনহো, এমবাপের মতো মেসি কি পারবেন কাপ ঘরে তুলতে?


Follow us on :