১৬ এপ্রিল, ২০২৪

Argentina: কলকাতার গাঙ্গুলি বাগান যেন একটুকরো আর্জেন্টিনা, আজ আবার নামছেন মেসি- ডি মারিয়ারা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-22 12:13:54   Share:   

কাতার (Qatar World Cup 2022) থেকে কলকাতা ফুটবল জ্বরে কাবু সারা বিশ্ব। আর্জেন্টিনা (Argentina) যখন মাঠে নামছে, কলকাতার মেসি ভক্তরাও তখন প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। গাঙ্গুলি বাগানের আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব তো কাতারের ফ্যান জোনকে তুলে এনেছে তাদের এলাকায়। রবীন্দ্র পল্লি আর্জেন্টাইন সমর্থকদের রাজকীয় আয়োজনে স্বাগত ব্রাজিল, রোনাল্ডো (Ronaldo) ভক্তদেরও। ফ্যান জোনে চলছে দেদার ফুটবল আড্ডা। বড় বড় কাটআউট মারাদোনা থেকে মেসি, ডিমারিয়া, দিবালাদের।

লাগানো হয়েছে বিশাল আকারের জায়েন্ট স্কিন। সেখানে বসেই মেসি ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছে ৮ থেকে ৮০-র আর্জেন্টাইন সমর্থকরা। শেষবারের মতো বিশ্বকাপের আসরে নামছেন এলএম টেন। পারবেন কি তিনি নীল-সাদার দেশকে বিশ্বকাপটা তুলে দিয়ে মারাদোনার পাশে নিজের জায়গা করে নিতে? এ শহরের মেসি ভক্তরা কিন্তু আত্মবিশ্বাসী। তাদের আশা নিজের শেষ বিশ্বকাপে স্বপ্নের ফুটবল উপহান দিন লিও। আর সেটা দেখার জন্য কলকাতার আর্জেন্টাইন সমর্থকরদের উন্মাদনা তুঙ্গে। আর্জেন্টিনা মাঠে নামার আগে তাই গাঙ্গুলি বাগানের রং হয়েছে নীল-সাদা। মেসিদের জন্য বিশেষ প্রস্তুতিও চলছে ফ্যান জোনে। এখন অপেক্ষা শুধু মেসি ম্যাজিকের।


Follow us on :