১৯ এপ্রিল, ২০২৪

World Cup: কাতারে আফ্রিকান সাফারি! শেষ চারে মরোক্কো, জানেন দলে ক'জন ভুমিপুত্র
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-11 12:55:29   Share:   

সুপার মরোক্কো (Morocco)। বিশ্বকাপের (World Cup2022) শেষ চারে প্রথম আফ্রিকান দেশ হিসেবে পৌঁছেছে মরোক্কো। কাতারে আফ্রিকান সাফারি। আফ্রিকান রেড ডেভিলসদের  দলটায় অবশ্য নানারকম টুইস্ট রয়েছে। দলে মরক্কোর ভূমিপুত্র নেহাৎ চারজন। পর্তুগালের (Portugal) বিরুদ্ধে গোল করা আল নেসিরি (Youssef En-Nesyri)। যাঁর দুর্ষর্ষ স্পট জাম্প দেখে এরই মধ্যে রকেট নেসিরি বলে ডাকা শুরু হয়ে গিয়েছে। ক্লাব কেরিয়ারে লা লিগায় সেভিয়ার হয়ে খেলা নেসিরি হয়ে উঠেছেন নতুন তাঁরা। তিনি ছাড়াও তালিকায় রয়েছেন আরও তিনজন। আতিয়াত, জাওয়াদ,আমিক আর আওনাহি। এঁরা হলেন মরক্কোবাসী, অর্থাৎ মরক্কোয় জন্মগ্রহণ করেছেন। বাকিরা?

অপ্রতিরোধ্য গোলরক্ষক বুনু কানাডায় জন্মেছেন। তারকা ফুটবলার হাকিমির আবার স্পেনে জন্ম। স্ট্রাইকার বাওফলে জন্মেছিলেন ফ্রান্সে। এমনকি কোচ ওয়ালিদ রেজিরাগুই, তাঁর জন্ম ফ্রান্সে। পরবর্তীকালে চলে আসেন মরক্কো। এই দলটাই ফুল ফোটাচ্ছে। ৪৭ বছরের ওয়ালিদের হাত ধরেই আরো একটা জয়ের স্বপ্ন দেখছে মরক্কো। ফ্রান্সকে হারাতে পারলেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলবে দলটা।


Follow us on :