২৫ এপ্রিল, ২০২৪

PTS: 'লেডি পুলিস কেন আমায় টাচ করবে?', প্রশ্ন শুভেন্দুর, 'পুলিসের লেডি-জেন্টস হয় না', পাল্টা ডিসি সাউথ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-13 17:28:01   Share:   

মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) শুরুতেই আলিপুর পিটিএস-র সামনে পুলিসের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাঁকে আটকাতে যান দুই মহিলা পুলিসকর্মী। তাতেই মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা। মহিলা পুলিসের উদ্দেশে তিনি বলেন, 'আপনি মহিলা হয়ে আমার গায়ে হাত দেবেন না। আমাকে ছোঁবেন না।' সেই মুহূর্তে কলকাতা সাউথ সেকশনের এক উচ্চপদস্থ আধিকারিকের (kolkata Police) সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু অধিকারী। ডেকে পাঠানো হয় ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়াকে।


তাঁকে শুভেন্দু অভিযোগ করেন, 'আপনার মহিলা পুলিস আমাকে টাচ করে কীভাবে?' পাল্টা ডিসি (সাউথ) জবাব দেন, 'পুলিসের লেডিজ-জেন্টস হয় না'। এই বলেই পিটিএস থেকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হয় শুভেন্দু অধিকারিকে। যদিও আগে থেকেই রাহুল সিনহা এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে একই জায়গা থেকে গ্রেফতার করে পুলিস।

প্রিজন ভ্যানে ওঠার আগে তিনি হুঁশিয়ারি দেন, 'রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে আটকানোর জন্য তিনি কোর্টের দ্বারস্থ হবেন।' প্রিজন ভ্যান থেকেই তাঁর স্লোগান, 'ভয় পেয়েছে মমতা।'


Follow us on :