গত মাসে কলকাতার এক কলেজ ফেস্টে গান গাইতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কেকে। বলিউডের জনপ্রিয় এই গায়কের অকাল মৃত্যুর শোক এখনও ভুলতে পারেনি অনেক গুণমুগ্ধ। এই পরিবেশের সেই কলেজ ফেস্টের খরচ প্রশ্নে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
চলতি সপ্তাহে বরাহনগরে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে এই রাজনীতিক বলেন, 'এই যে কেকে গান গাইতে এসে মারা গেলেন। আমি শুধু ভাবি যে, এত টাকা কোথা থেকে এল! ৩০ লাখ না ৫০ লাখ কত যেন লেগেছে শুনলাম! টাকা তো হাওয়া থেকে আসে না।'
এখানেই থামেননি সৌগত রায়। আরও একধাপ এগিয়ে তাঁর মন্তব্য, 'এই রকম প্রচণ্ড খরচ করে বম্বে থেকে শিল্পী আনার কি খুব দরকার ছিল? এত টাকা দিয়ে এ সব করতে গেলে কারও না কারও কাছে সারেন্ডার করতে হয়। এলাকার মস্তান নয় তো প্রোমোটারের কাছে। প্রথমেই যদি সারেন্ডার করো, তা হলে বাকি জীবন লড়াই করবে কী করে?'
তাঁর এই মন্তব্যের ২৪ ঘণ্টার পরেই সৌগত রায়কে খোঁচা দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেছেন, '২১শে জুলাইয়ের আগে ভুলভাল বলে দলকে বিভ্রান্ত করবেন না। আসলে ওনার বয়স হয়েছে তাই ভুলভাল বলছেন।' তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপিও।
দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'এটা তো ওপেন সিক্রেট। তৃণমূল কংগ্রেস এটা করে সবাই জানে। সৌগত বাবু সেটা ক্যামেরার সামনে স্বীকার করেছেন। অধ্যাপক মানুষ স্বাভাবিকভাবে এতদিন পর শেষপ্রান্তে যখন এসে উপস্থিত হয়েছে। তার হয়তো মনে হয় যে এই ধরনের কাজ করা অন্যায়। সেজন্য স্বীকার করেছে স্বীকারোক্তি বলতে পারেন আপনারা।'