মুখ্যমন্ত্রী (CM Mamata) রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশংসায় সরব। কিন্তু তাঁর দলের সাংসদের গলায় উলটো সুর। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় (Bengal Health System) অখুশি দমদমের সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Ray)। তিনি বলেন, 'আগে রাজ্যের ভিনরাজ্যের মানুষ চিকিৎসা করাতে আসতেন। কিন্তু এখন রাজ্যের লোক বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন। করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দেখলেই বোঝা যায় কী অবস্থা, দেখে কষ্ট লাগে।'
যদিও সৌগত রায়ের মন্তব্যের প্রেক্ষিতে অপর এক তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে শুধু এ রাজ্যে নয়, বাইরেও একাধিক রাজ্যের চিকিৎসা হচ্ছে। ১১ কোটি মানুষ বাংলায় বিনামূল্যে চিকিৎসা পায়। সৌগত রায়ের আজকের মন্তব্যের উপর কোনও প্রতিক্রিয়া দেব না।' তবে সমালোচনায় সরব বিজেপি।
দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য মন্তব্য, 'একদম বাস্তব কথা বলেছেন সৌগত রায়। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়েছে। সব বিষয়টাই এখন দক্ষিণমুখী হয়ে গিয়েছে।'