এসএসসি নিয়োগের অচলাবস্থা নিয়ে এবার হস্তক্ষেপ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগের দাবিতে ৫০০দিন শহরের রাজপথে বসে চাকরিপ্রার্থীরা। এই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অন্যতম আন্দোলনকারী নেতা সইদুল্লার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিকে, এক বছরের বেশি সময় ধরে এসএসসি চাকরিপ্রার্থীরা ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্না মঞ্চ তৈরি করে অবস্থান করছেন। এঁরা মূলত এসএলএসটি অর্থাৎ শারীরশিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী। তৃণমূল সূত্রে খবর, আন্দোলনকারীদের নেতা শহিদুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে ইতিমধ্যেই কথা হয়েছে অভিষেকের দফতরের।
প্রতিবাদীদের জানানো হয়েছে, অভিষেক তাঁদের সঙ্গে কথা বলতে শুক্রবারই গান্ধী মূর্তির পাদদেশের ধর্না মঞ্চে যেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের জন্য শূন্যপদ তৈরির কথাও বলেছিলেন তিনি। সেই শূন্যপদের হিসাব দিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।