শনিবার ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত পৈলানে জনসভা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করেন তিনি। গত ৮ বছরে তাঁর সাংসদক্ষেত্রে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই খতিয়ান এই পুস্তিকায় উল্লেখ। তৃণমূল সূত্রে খবর, করোনার দুই বছর ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে উন্নয়নে ব্যাঘাত ঘটেছিল। বাকি সময়ে উন্নয়নের নিরিখে এখানে নিঃশব্দ বিপ্লব হয়েছে।
পাশাপাশি দিদিকে বলোর ধাঁচে 'এক ডাকে অভিষেক' হেল্পলাইন নাম্বার এদিন দিনের আলো দেখেছে। তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতি বিধানসভা এলাকায় পৌঁছে মানুষের সমস্যা সমাধানের উদ্যোগেই এই হেল্পলাইন নাম্বার। এদিন জনসভা থেকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তাঁর তোপ, '২০২০-২০২১ বর্ষে আমাকে কেন্দ্র কোনও টাকা দেয়নি। ১০ কোটি টাকা আমি পাবো। এটা আমার রিপোর্ট কার্ড, এই বই ডায়মন্ডহারবারের সব মানুষের কাছে আমি পৌঁছে দেব।'
তাঁর মন্তব্য, 'আমার জন্ম কলকাতায় হলেও আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়। এটাই আমি চাই। ২০১৪ সালে ৭১ হাজার ভোটে আমি জিতেছি। ২০১৯ সালে ৩ লক্ষ ভেটে আমি জিতেছি। আপনারাই আমাকে জিতিয়েছেন। আমরা একসপ্তাহে পজিটিভ রেট ৩৬% থেকে ২% নামিয়ে এনেছিলাম।'
দলের নেতাকর্মীদের প্রতি সাংসদের বার্তা, 'আমাদের বিনয়ী হতে হবে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না। বিজেপি সরকারের আট বছর পূর্ণ হবে। তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ধর্ম নিয়ে রাজনীতি নয়, বরং উন্নয়ন নিয়ে রাজনীতি হোক।' বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, 'আমরা গেট বন্ধ করে রেখেছি। গেট খুললে, বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। তোমাদের কাছে ইডি আছে, সিবিআই আছে। আমার কাছে তৃণমূলের কর্মীরা আছে।'
পাশাপাশি এদিন আমতলায় নতুন বাস টার্মিনালের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ।