মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে এই দাবি করেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, 'মা সারদা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, কালীঘাটে কালীক্ষেত্রে মনুষ্যরূপে জন্ম নেব। আমি ত্যাগ, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব। পরিসংখ্যানে এবং সংখ্যাতাত্ত্বিক হিসেবে দেখাচ্ছে সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা মিলে যাচ্ছে।'
তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা, মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লোরেন্স নাইটেঙ্গেল।' আর কী বললেন তিনি? যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।