ফের বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর মন্তব্য, 'দলে সুবিধাভোগীরা আবার ফিরে এসেছেন। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা আবার ফিরে এসেছেন। আমি যখন প্রার্থী হয়েছিলাম, তখন বিজেপিকে রোখা একমাত্র উদ্দেশ্য ছিল। বিজেপি আসলে বাঙালি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সব বদলে দিত। আজ সেই উদ্দেশ্য ফুরিয়েছে। বিজেপি আর আগের মতো শক্তিশালী নেই।'
তিনি জানান, আমি লেখার সময় পাচ্ছি না। আমায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে তাহলে বিধায়ক পদ ছেড়ে দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশ আমার কাছে ভগবানের মতো। একুশের ভোটের আগে ১৫৩ জন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল। সেই বিশ্বাসঘাতকদের সঙ্গে লড়তে চেয়েছিলাম, সেই সুযোগ দিদি আমাকে দিয়েছেন। বাঙালির বিপন্নের সময় যারা দল বদলিয়েছিল, আজ তৃণমূলের সুসময়ে তাঁরা আবার ফিরে এসেছে। যারা সুবিধাভোগী ধান্দাবাজ তাঁরা যেদিকে পাল্লা ভারী, সেদিকে ঢুকে যায়।
তৃণমূলের এই বিধায়ককে বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার চলছে। চেষ্টা করছি আগাছা সাফ করে এগিয়ে যেতে। আমি বলাগড়ের যাঁরা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আমার লড়াই আছে।'