০৫ অক্টোবর, ২০২৩

Kunal Ghosh: 'পার্থ দা জেলে ঢুকে দেখুন কেমন লাগে', বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত চরিত্র 'অপা' (Partha-Arpita)। অর্পিতা মুখোপাধ্যায় থাকবেন আলাদা জেলে, পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় থাকবেন আলাদা জেলে। ধৃতদের তরফে করা জামিনের আবেদন খারিজ করে দু'জনকে ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট (Court)। আর আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আবার বিস্ফোরক রূপে দেখা গিয়েছে। শুক্রবার তিনি বলেন, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে একজন যন্ত্রণাবিদ্ধ, ভুক্তভোগী হিসেবে আশা করব পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে যাতে বাড়তি সুবিধে দেওয়া না হয়। আমার ক্ষেত্রে যে নিয়ম ছিল, তাই যাতে থাকে। রাজকীয়ভাবে যাতে জেল হাসপাতালে না নিয়ে যায় তাঁকে। যাতে সেলেই ঢোকানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। একজন যন্ত্রণাবিদ্ধ, ভুক্তভোগী হিসেবে আমি এটাই আশা করব। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।'

এখানেই থামেননি তৃণমূল মুখপাত্র। তিনি জানান, আমি যখন বলেছিলাম ষড়যন্ত্র হচ্ছে, এই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন আমি নাকি পাগল। মাথায় গণ্ডগোল আছে। কোনওভাবেই যাতে জেলের ভিতরে বাড়তি সুবিধা না দেওয়া হয়। উনি জেলে ঢুকে দেখুন কেমন লাগে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'গৃহবধূ যেভাবে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছিলেন সেটা ছিল নবান্নের উদ্দেশে। এমনকি, সাধারণ মানুষ থেকে তৃণমূলের একাংশ পার্থ চোর, পার্থ চোর বলছে।'


Follow us on :