০৫ অক্টোবর, ২০২৩

Political: বিস্ফোরক কুণাল! বললেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে দল এবং মন্ত্রিসভা থেকে সরানো হোক'
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

একসপ্তাহের ব্যবধানে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দ্বিতীয় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে আরও প্রায় ২৮ কোটি টাকা। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার আবাসন মিলিয়ে মোট ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি (ED)। পাশাপাশি উদ্ধার হয়েছে সোনা, রুপো-সহ বিদেশী মুদ্রা। এই আবহে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর বিরোধীদের পাশাপাশি দলের অন্দর থেকেও বাড়ছে চাপ। যদিও বুধবার পার্থবাবুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন? মন্ত্রী জবাব দিয়েছিলেন কী কারণে? আর তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ।

বৃহস্পতিবার একটি বিস্ফোরক ট্যুইট ফেসবুকে করেন তিনি। সেই ট্যুইটে লেখেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে এখনই মন্ত্রিসভা থেকে সরানো উচিৎ। দল থেকে বহিষ্কার করা উচিৎ তাঁকে। যদি আমার এই বিবৃতি ভুল ধরা হয়, তাহলে আমাকেও দলীয় পদ থেকে সরানো হোক। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ চালিয়ে যাব।'

এদিকে, বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। সেই সাক্ষাতের পর রাজ ভবনের দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষের সুরে বিঁধেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি শুভেন্দুর খোঁচা, 'একটা লোকের এত বান্ধবী! হিন্দু বৈবাহিক আইনে একটার বেশি বিয়ের অনুমতি নেই। না হলে এঁদের সবাইকে বিয়ে করতেন পার্থ চট্টোপাধ্যায়। ওর ডক্টরেট উপাধিটা জাল। এটা মমতার পুরনো চাল, আমি ভালো ওরা খারাপ। গ্রুপ-ডি থেকে কলেজ সার্ভিস কমিশন পর্যন্ত সব দুর্নীতি পার্থর ঘর থেকে হয়েছে। আর গাইড করেছেন মমতা।'

একইভাবে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা থাকলে এখনই পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে সরিয়ে তদন্তের গতি বাড়াতে সাহায্য করতেন।


Follow us on :