বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের পাশে না থেকে বিধায়ক কেনাবেচায় ব্যস্ত বিজেপি সরকার। এই অভিযোগ তুলে গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। অসম তৃণমূলের সভাপতি রিপুন বরা এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। ইতিমধ্যে অসমে বন্যায় মৃতের সংখ্যা ১০০, ৫৪ লক্ষ মানুষ বিপর্যস্ত। ৩২টি জেলার ৪,৯৪১টি গ্রাম বন্যা কবলিত।
এই অবস্থাকে তুলে ধরে তৃণমূলের দাবি, মানুষ খাবার পাচ্ছে না, লাখো মানুষ বন্যা কবলিত হয়ে দুর্গত। তাদের সাহায্য না করে, গুয়াহাটি হোটেলে ঘাঁটি গাড়া শিবসেনা বিধায়কদের নিরাপত্তা দিতে বেশি ব্যস্ত হিমন্ত সরকার। এই প্রতিবাদে হোটেলের প্রবেশদ্বারের সামনে পতাকা নিয়ে ধর্না দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
এদিকে, বুধবার রাতেই সরকারি বাসভবন বর্ষা ছেড়ে সপরিবারে মাতশ্রীতে ফিরেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আদৌ মহারাষ্ট্রের মহা অঘোরি জোট সরকার ২০২৪ পর্যন্ত মসনদে থাকবে কিনা? সেই প্রশ্ন এখনও খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।