দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষের গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস রাজভবনে সাংবাদিক বৈঠক করেছে। সেখানে শাসকদলের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্যর আমরা প্রতিবাদ জানিয়েছি। অত্যন্ত কুরুচিপূর্ণ এই মন্তব্যের অভিযোগ জানাতে এসেছিলাম রাজ্যের রাজ্যপালের কাছে। পাশাপাশি বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।
শাসক দলের মন্তব্য, 'আমরা দেখতে চাই উনি আমাদের অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়? জগদীপ ধনকর বাংলার রাজ্যপাল। কিন্তু উনার কিছু কাজ দেখে মনে হয়েছে উনি বিজেপির সহযোগিতা করেছেন। সাংবিধানিক পদে থাকার জন্য উনাকে অভিযোগপত্র দিয়েছি। এবার উনি কী করবেন, আমরা দেখতে চাই।' এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস রায়-সহ কুণাল ঘোষ এবং অন্যরা।
এদিকে, যার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, সেই দিলীপ ঘোষ বলছেন, দম থাকলে আমাকে গ্রেফতার করুক। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের যত থানা আছে, আমার বিরুদ্ধে এফআইআর আছে। এর বাইরে তৃণমূল কিছু করতে পারে না।'
আক্রমণের সুর আরও চড়িয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেছেন, 'আমাকে গ্রেফতার কেন করবে? আমি চুরি করেছি, বোমা মেরেছি, কাটমানি-সিন্ডিকেট চালিয়েছি? যারা এসব করে, তাঁদের বিরুদ্ধে পুলিস এফআইআর নেয় না। রাজ্যপালকে ন্যাকা বলে, দিলীপ ঘোষকে গ্রেফতার করার জন্য তাঁর পায়ে পড়ছে। নিকম্মার দল, তৃণমূল, গরু চোরের দল, চোরের দল এসব আমি বলছি না কুণাল ঘোষ, অর্জুন সিং বলেছে। দম থাকলে করুক আমাকে গ্রেফতার, তারপর দেখবে বিজেপি কী জিনিস।'
তাঁর দাবি, 'তৃণমূলের বাড়িতে বোম-বন্দুক, খুনোখুনি, সেসব থেকে নজর ঘোরাতে রাজ ভবনে গিয়েছে। নিজেরা প্রচার পেতে, ছবি তুলতে রাজ ভবনে গিয়েছে।'