তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি এই দাবি করে জল্পনা উসকে দিয়েছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। একই ভাবে বিজেপিতে (BJP) থেকে তৃণমূলে ফিরে আসা অনেক নেতার গলাতে শুভেন্দুকে নিয়ে একই সুর। সে সব জল্পনার শুক্রবার অবসান ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader)। এদিন তিনি ট্যুইটে (tweet) স্পষ্ট করেছেন, 'ভুয়ো খবর। বিরোধীদের এই ধরনের অপপ্রচার এড়িয়ে চলুন।'
দেখুন সেই ট্যুইট:
এ প্রসঙ্গে উল্লেখ্য, তৃণমূল ফেরার বিষয়ে শুভেন্দুর অবস্থান কী? জানতে চেয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে ট্যুইট করেন এক নেটিজেন। তাঁর জবাবেই এদিন পাল্টা ট্যুইটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা।
সম্প্রতি কাঁথি পুরসভার ভোটে বিজেপির প্রার্থীতালিকায় নেই অধিকারী পরিবারের কোনও সদস্য। তাহলে কি গেরুয়া শিবির ভরসা করছে না কোনও অধিকারীকে? এই প্রশ্ন ঘুরতে শুরু করেছে। এই আবহেই শুভেন্দুর তৃণমূলে ফেরা নিওয়ে জল্পনা উসকে দেন কুণাল ঘোষ। যার জবাব এদিন দিলেন খোদ শুভেন্দু অধিকারী।