২০ এপ্রিল, ২০২৪

BJP: 'এক কাপড়ে অনুব্রতকে তুলে আনুক', সরব শুভেন্দু, খোঁচা সুজনেরও
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-09 15:42:48   Share:   

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি এবং সিপিএম (BJP, CPM) একযোগে কটাক্ষ করেছে বীরভূমের (Birbhum TMC) তৃণমূল সভাপতিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'ব্যাগ গুছোতে দেওয়ার দরকার নেই। এক কাপড়ে তুলে আনুক সিবিআই। এর আগে ৮-৯ বার ডেকেছিল, উনি হাজিরা এড়িয়েছেন।'

আক্রমণাত্মক সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি জানান, চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন। বালি, পাথর পাচার করে টাকা নিয়েছেন। শ্রীঘরে যেতে তো হবেই। একসময়ের দাপট। বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দাও, পুলিসের গায়ে বোমা মারো। সিবিআইয়ের উচিৎ কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া।

এদিকে, সোমবার সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেম-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। যদিও তাঁকে ভর্তি রাখার দরকার নেই। এমনটাই সেদিন জানিয়েছে সাত সদস্যের মেডিক্যাল টিম। তারপর এসএসকেম থেকে চিনার পার্কের বাড়ি হয়ে বোলপুরের বাড়িতে যান অনুব্রত মণ্ডল। মঙ্গলবার আবার তাঁর বাড়ি গিয়ে বুধবার হাজিরা দেওয়ার নোটিস ধরিয়েছে সিবিআই প্রতিনিধি। সেই মুহূর্তেই আবার অনুব্রতর বোলপুরের বাড়িতে হাজির মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।

জানা গিয়েছে, অনুব্রতের দীর্ঘ দিন ধরে অর্শের সমস্যা রয়েছে। ফিশচুলার চিকিৎসা করাতে এসএসকেএমে গিয়েছিলেন। এদিন এসবের চিকিৎসা করাতে কেষ্টর বাড়িতেই গিয়েছে মেডিক্যাল টিম। অন্যদিকে হাসপাতালে শয়ে শয়ে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার অপেক্ষায়। এখানেই প্রভাবশালী তত্ত্বের প্রশ্ন তুলে তৈরি হল রাজনৈতিক বিতর্ক। তবে কি নিজের গড়ে গিয়ে তিনি শক্তি প্রদর্শন করলেন? যার জন্যই চিকিত্সকের দল তাঁর বাড়িতে বাধ্য হয়ে সটান উপস্থিত হলেন?


Follow us on :