রবিবারের পর সোমবারও তৃণমূল কংগ্রেস দাবি করেছে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ট্যুইটে অন্য ইঙ্গিত। শনিবার তিনি জোড়া ট্যুইট করেন। সেই ট্যুইটের সঙ্গে থাকা এক ছবিতে দেখা গিয়েছে, কোনও এক মঞ্চে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকে কিছু দূরে বসে অর্পিতা মুখোপাধ্যায়। সেই ছবিতে অর্পিতার অবস্থানকে মার্ক করে দেখিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং লিখেছেন, 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভালো বন্ধুর একুশে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চে উজ্জ্বল উপস্থিতি।'
Gracious presence of Ms. Mukherjee; "good friend" of Ex Education Minister, on stage of "historic" 21st July TMC event:- pic.twitter.com/tZwMkiqh7l
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2022
তাঁর করা দ্বিতীয় ট্যুইটে আরো একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওয় মুখ্যমন্ত্রী এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছে। পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের মুখে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে। সেই ভিডিওয় আবার শুভেন্দু লেখেন, "চিনি না, জানি না। দলের কেউ না। দল এর দায় নেবে না। দাগ ধোয়ার প্রবল চেষ্টা। কিন্তু কড়া দাগ এতো সহজে ধোয়া যাবে না।'
"চিনি না, জানি না।"
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 23, 2022
"দলের কেউ না।"
"দল এর দায় নেবে না।"
Trying hard to wash off the stain, but ziddi DAAG hain, itni asani se dhulega nahi:- pic.twitter.com/q4CgXt0f8I
যদিও বিরোধী দলনেতার করা একটি ট্যুইটকে সমালোচনার সুরে বিঁধেছেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। পাল্টা একটি ছবি ট্যুইট করে তিনি লেখেন, 'অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি তৃণমূলের "একুশে জুলাই" সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ন ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। ফেক নিউজ ছড়ানোর দায়ে লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন?'
অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি তৃণমূলের "একুশে জুলাই" সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ন ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) July 24, 2022
ফেক নিউজ ছড়ানোর দায়ে লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? pic.twitter.com/FjmeIM0f3t