২০২৬-র আগেই বাংলায় সরকার বদল হবে। সোমবার কোচবিহারে এক জনসভায় এই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, 'আপনাদের ২৬ অবধি যেতে হবে না ২৪-এ বিসর্জন দিয়ে দেব। সবে মহারাষ্ট্র হয়েছে, এরপর রাজস্থান এবং ঝাড়খণ্ড হবে। তারপর আমরা বাংলায় পৌঁছে যাবো।' এদিনের জনসভায় তিনি রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকেও তোপ দেগেছেন।
ঠিক কী বললেন শুভেন্দু?
শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সারদা-কাণ্ডে সুদীপ্ত সেনের মন্তব্যে শুভেন্দুর মুখোশ খুলে গিয়েছে, তাই অবাস্তব কথা বলছেন। মানুষের দ্বারা প্রত্যাখাত, ৮ দফায় নির্বাচন করেও এখানে জিততে পারেনি। শুভেন্দু অধিকারী দাদা থেকে দাদু হয়ে গেলেও এখানে জিততে পারবে না। ২০৫৬ পর্যন্ত বিরোধী থেকে শাসক হতে পারবে না বিজেপি।'