২০ এপ্রিল, ২০২৪

Tarakeswar: শুভেন্দুর নেতৃত্বে 'চোর ধরো জেল ভরো' মিছিল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত অন্তত ১২
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-08 20:37:56   Share:   

তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে চোর ধর জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। বিজেপির অভিযোগ, তৃণমূলই প্রথমে হামলা চালায়। যদিও পাল্টা গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা মিছিল থেকে হামলা চালিয়েছে বলে অভিযোগ। অন্তত ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে তিন পুলিসকর্মীরা ছাড়াও অধিকাংশ তৃণমূলের কর্মী-সমর্থক।

অভিযোগ, মিছিলের দিকে ইটবৃষ্টির পাশাপাশি শুভেন্দুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়েছে। বিজেপি সূত্রে খবর, বিজেপির নবান্ন অভিযানকে সফল করতে চোর ধরো জেল ভরোর ব্যানারে চাউলপট্টি থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সেই মিছিলকে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল যখন তারকেশ্বর রেলগেটের কাছে তখন মিছিলের উদ্দেশে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান তৃণমূলের মহিলা কর্মীরা। 

যদিও শাসক দলের পাল্টা দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের মহিলা সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় বিজেপির মিছিল থেকে হামলা হয়েছে। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিসবাহিনী। দুই পক্ষের মধ্যে পড়ে কমবেশি আহত একাধিক পুলিসকর্মীও। 

তৃণমূলের অভিযোগ, তাঁদের আহত মহিলা কর্মীদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক রমেন্দুসিংহ রায়। তিনি বিজেপির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তোলেন।

বুধবারও গড়িয়া থেকে যাদবপুরে বিজেপির প্রস্তুতি মিছিলে ছিলেন শুভেন্দু। সেই মিছিলেও হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির মিছিল থেকেই ইট পাটকেল ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল।


Follow us on :