Nabanna: 'দিদি-ভাইয়ের কথা হয়েছে', মুখ্যমন্ত্রী সাক্ষাৎ নিয়ে মন্তব্য বৈশাখীর
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা দৃঢ় হল। বুধবার এই দু'জনকে দেখা গিয়েছে নবান্নে। বেলা সাড়ে ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই রাজ্য সচিবালয়ে শোভন এবং বৈশাখী। এমনটাই সূত্রের খবর। বিজেপি সঙ্গ ত্যাগের পর প্রায় এক বছর রাজনৈতিক সন্ন্যাসের পথে হেঁটেছিলেন শোভন এবং বৈশাখী। কিন্তু এদিন ফের নবান্নে এই দু'জনকে একসঙ্গে দেখা যাওয়ায় ফের ঘাসফুলে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'ভাব বিনিময় হয়েছে, চা খেয়েছি। আমার সঙ্গে তৃণমূল এবং দিদির সম্পর্ক ছোটবেলা থেকে। আমার রাজনৈতিক জীবন স্থির করার দায়িত্বে মুখ্যমন্ত্রী। তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করব।' রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ প্রসঙ্গে এদিন সাংবাদিকরা শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, সক্রিয়, নিষ্ক্রিয় থাকা মিডিয়া ট্রায়াল। পশ্চিমবাংলায় কেউ অরাজনৈতিক নয়। প্রত্যেকের একটি রাজনৈতিক অবস্থান রয়েছে। তবে, আদৌ তাঁরা তৃণমূলে ফিরছেন কিনা, সদুত্তর দেননি শোভনবাবু।
এই বৈঠক প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিদি-ভাইয়ের কথা হয়েছে। অভিমানের প্রাচীর ভেঙেছে। দু'জনের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে। তিনিও তৃণমূলে ফিরে আসার ব্যাপারে জল্পনা জিইয়ে রেখেছেন। তবে সূত্রের খবর, ২১ জুলাইয়ের মঞ্চেই শাসক শিবিরে ফেরার সম্ভাবনা শোভন-বৈশাখীর