মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটির (GST) প্রতিবাদে শুক্রবার পথে নামলো কংগ্রেস (Congress)। আর এই বিক্ষোভ কর্মসূচির জেরে আটক হলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা বঢরা গান্ধী (Rahul Gandhi)। একদিকে যখন চলছে সংসদের বাদল অধিবেশন, তখনই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লিতে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল গান্ধী। সেই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল। বিজয় চকে সেই মিছিল আটকায় দিল্লি পুলিস (Delhi)। আটক করা হয় রাহুল-প্রিয়াঙ্কাকে। এদিন কংগ্রেস সাংসদদের নিয়ে সংসদ ভবন চত্বরে সনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা গিয়েছে।
এদিনের এই কর্মসূচির প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। তিনি জানান, 'দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কোনও গণতন্ত্র নেই, শুধু চার জন দেশ চালাচ্ছে। সংসদে বিতর্কে কংগ্রেসকে বলতে দেওয়া হয় না। রাস্তায় প্রতিবাদে নামলে গ্রেফতার করা হচ্ছে। এটাই এখন ভারতের অবস্থা।' কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষের সুরে বিঁধে রাহুল গান্ধী বলেন,'যে ভয় পায়, সেই ধমকানি দেয়। কেন ভয় পায়? কারণ যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা পূরণ হয়নি এটা বুঝতে পেরে।'
যদিও রাহুল গান্ধীর এই আক্রমণকে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, 'এঁরা মহাত্মা গান্ধীর বিচারধারার গান্ধী নয়। এঁরা নকল গান্ধী। এঁদের বিচারধারাও নকল।' তাঁর প্রশ্ন, 'কংগ্রেসে কি গণতন্ত্র আছে? আইনের পথে আমরা মধ্যস্থতা করি না। কোর্ট যা বলবে, সেই পথেই তদন্ত চলবে। কিন্তু মোদী সরকারকে দোষারোপ করা ঠিক নয়।'