ইডি, সিবিআই (ED-CBI), এমনকি কেন্দ্রের সরকারের চোখ রাঙানিকে ভয় পান না রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংসদ ভবনে এই দাবি করেছেন তিনি (Rahul Gandhi)। বুধবার হেরাল্ড হাউসে (Herald House) ঢুকে ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করেছে ইডি। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদকে প্রশ্ন করা হলে তিনি জানান, আরও ঘিরুক। এভাবে ঘিরে কণ্ঠরোধ করতে পারবে না।
তাঁর মন্তব্য, 'ওরা ভাবছে এভাবে বিরোধীদের চুপ করিয়ে দেবে। কিন্তু আমাদের কাজ দেশের গণতন্ত্রকে রক্ষা করা। সে কাজ আমরা করে যাব। প্রধানমন্ত্রী, বিজেপি, ইডি-সিবিআই কাউকে ভয় পাই না।' ঠিক কী বললেন রাহুল গান্ধী?
এদিকে, রাহুলের এই মন্তব্যের সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, 'স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে কংগ্রেস। এ কথা বলে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাঁরা। এখন দেখুন সংসদে ওদের কী অবস্থা? ক'টা রাজ্যে সরকারে রয়েছে? রাহুল গান্ধী পার্ট-টাইম নেতা, তাই ওর কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।'