শুক্রবারের পর রবিবারেও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Kunal Ghosh)। তিনি এদিন জোকা ইএসআই (Joka ESI) হাসপাতালে জানান, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। এমনকি, কে পার্থবাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেটা সময় হলেই জানতে পারবে সংবাদ মাধ্যম। রাজ্যের সদ্যপ্রাক্তন মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় এবার সরব তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তিনি বলেন, 'কেউ যদি সত্যি নির্দোষ হয় এবং চক্রান্তের শিকার হয়, তাঁর উচিৎ প্রথম থেকেই মানুষের সামনে বলা আমি নির্দোষ। কিন্তু প্রথম কয়েকদিন পার্থবাবু নানা বিষয়ে কথা বললেও, আমি নির্দোষ, টাকা আমার নয়। এই শব্দগুলো তাঁর মুখ দিয়ে শোনা যায়নি। এখন দল ব্যবস্থা নেওয়ার পর তিনি এসব বলছেন। একজন অভিযুক্ত হিসেবে তাঁর অধিকার রয়েছে কোর্টকে বলা তিনি নির্দোষ এবং চক্রান্তের শিকার।'
ব্যাঙ্গের সুরে তৃণমূল মুখপাত্র বলেন, 'কোনদিন পার্থ চট্টোপাধ্যায় বলতে পারেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। কিংবা আমি পার্থ চট্টোপাধ্যায় নই। তাই এবিষয়ে রোজ দল উত্তর দিতে বসবে না।'