মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক (CM at Medinipur) থেকে খড়গপুরের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee। তাঁর মন্তব্য, 'সীমান্ত এলাকায় পুলিসি নজরদারি বাড়াতে হবে, লাগাতে হবে সিসিটিভি। বিহার (Bihar) থেকে দু'হাজার টাকায় বন্দুক এনে এখানে ব্যবহার হচ্ছে। ট্রেনে করে আগ্নেয়াস্ত্র ঢুকছে। তাই ট্রেনেও নজরদারি চালাতে হবে।' আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা (Opposition attack)। বিজেপি, সিপিএম, কংগ্রেস একযোগে আক্রমণ করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে।
কংগ্রেস সাংসদ তথা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, 'উনি যখন সাপ্লাই লাইন জানেন, তাহলে আটকানোর ব্যবস্থা করুন। পুলিসমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ। মুখ্যমন্ত্রীকে কিছু করতে হবে না। উনি শুধু পুলিসকে ফ্রি হ্যান্ড দিয়ে দিন, তাহলে সব অস্ত্র উদ্ধার হয়ে যাবে।'
সিপিএম নেতা তাপস সিনহার খোঁচা, 'বারুদের স্তূপের উপর বাংলা বসে আছে। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। খুন-সন্ত্রাস বাড়ছে, প্রশাসনিক ব্যর্থতা আর উনি এসব বলে আই-ওয়াশ করছেন। নাকা চেকিংয়ের নামে আদতে তোলাবাজি চলছে। উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। শুধু বন্দুক ঢুকছে আর সন্ত্রাস চলছে। কালকেই দু'জায়গায় শ্যুটআউট চলছে।'
বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, 'ঘটনাগুলো ঘটছে, সেটা সত্যি। বিহার থেকে বন্দুক আসছে না, বন্দুক এখান থেকে তৈরি হয় বিহারে যাচ্ছে। জেলায় জেলায় বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, সেটা মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন। কিন্তু উনি সমধান করুন এই সমস্যার।'