এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে শুক্রবার ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক ইতিবাচক, ইতিমধ্যে দাবি করেছেন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। কিন্তু এই বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এসএসসি চাকরিপ্রার্থীরা আজ কেউ বৈঠকে যায়নি। যারা বয়কট করেছেন তাঁদের কুর্নিশ। কয়েকটা লোককে সাজিয়ে নিয়ে গিয়েছে। যারা গিয়েছে, তাঁদের ভাইপোর কিছু স্তাবক নিয়ে গিয়েছে মিডিয়ার সামনে মুখ বাঁচাতে। আমি কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে এই বৈঠক নিয়ে দৃষ্টি আকর্ষণ করব। গোপন বৈঠক করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করছে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'চাকরিপ্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয় প্রশ্ন করবেন আপনি গত ৫০০ দিন কোথায় ছিলেন? কেন আমাদের কাছে আসেননি? মুখ্যমন্ত্রীর এত ঘনিষ্ঠ হয়েও কেন আসেননি? চাকরিপ্রার্থীরা নিশ্চয় সরকারি বিজ্ঞপ্তি কবে? এই প্রশ্নের জবাব নিয়ে আসবে।'
যদিও এই বৈঠক প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'যারা চাকরিপ্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথায় সমস্যা এবং জট, সেসব নিয়ে বলবেন। এই বৈঠক থেকে যদি কোনও জট খোলে, তাহলে সবপক্ষই তাঁর সুবিধা পাবে।'