শনিবার হাওড়া গ্রামীণের উত্তপ্ত এলাকায় পৌঁছনোর আগেই গ্রেফতার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই এলাকায় বিজেপির একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রবিবার সেই পার্টি অফিস পরিদর্শন যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন টুইটে সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। শুভেন্দু লিখেছেন, আমি আগামিকাল হাওড়া গ্রামীণ এলাকায় পুড়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শনে যাব। আমাদের কার্যকর্তাদের আশ্বস্ত করতে চাই, পার্টি অফিস আমাদের কাছে মন্দিরসম। ছাই সরিয়েই সেই পার্টি অফিস আবার পুনর্নির্মাণ হবে।
তিনি আরও লিখেছেন, আমাদের ইতিহাস দেখুন, বিদেশীরা এসে আমাদের মন্দির গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেখানে এখন গেরুয়া পতাকা উড়ছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ট্যুইটকেও কটাক্ষের সুরে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তিনি সুর চড়িয়ে বলেছেন, বিজেপি কোনও পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে।
এদিকে, হাওড়া-কাণ্ডে বিজেপির আন্দোলনকে কটাক্ষের সুরে বিঁধেছে তৃণমূল। দলের মুখপাত্রের টুইট, প্রচার পেতে সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের রেষারেষি চলছে। এঁরা প্রচার পাচ্ছে দেখে উঠল শুভেন্দু। উসকানির রাজনীতি, অপরিদকে জিরো পাওয়াদের একাংশের চক্রান্ত। সব ব্যর্থ হবে।