বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের (BGBS) দিন মঙ্গলবার সাত-সকালে নিউটাউনের প্রস্তাবিত সিলিকন ভ্যালি ঘুরে দেখলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিদিনের মতো বুধবারও প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সিলিকন ভ্যালি দেখতে চলে আসেন। ছবি তুলে বিজেপির (BJP Leader) সর্বভারতীয় সহ-সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানান, আজ বেঙ্গল সামিট শুরু হচ্ছে। আমার মনে হয় সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত। দু-তিন বছর আগে এখানে চারিদিকে হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
তাঁর মন্তব্য, 'এখনও দু-একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং আছে। আর সব হোডিং উধাও হয়ে গিয়েছে। এখন হোগলার জঙ্গল আর গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে। মানুষ ঢুকতে পারবে না, এক কোদালও মাটি কাটা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার আরও এক চিত্র। বছরের পর বছর বেঙ্গল সামিট হচ্ছে, টাকার শ্রাদ্ধ হয়েছে। মানুষ কিছু পাইনি যাঁদের ট্যাক্সের টাকা খরচ হয়েছে। আরও একটা নতুন নাটক শুরু হচ্ছে আজকে। আগের পাঁচটা বেঙ্গল সামিটের লাভ কি হয়েছে? কত টাকা খরচা হয়েছে? বাংলার মানুষকে একবার জানানোর দরকার আছে।'
তিনি বলেন, 'আর এই ধরনের নাটক বন্ধ হওয়ার দরকার আছে। এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে? আমরা বিশ্বাস করি না। আমি এসেছিলাম তার কারণ, আগে যা হয়েছে তা কতটা পালন করেছেন সেটা আগে দেখুন আবার বড় বড় কথা বলবেন। এই ধরনের চালাকি করে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে।'