একুশের ভোটের পর ফের বঙ্গ বিজেপি কর্মসূচিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার রাজ্যে এসে মুরলিধর সেন লেনের বৈঠকে অংশ নেবেন তিনি। একুশের ভোট প্রচারের পর সেভাবে বঙ্গ বিজেপির সক্রিয় সদস্য হিসেবে দেখা যায়নি এই অভিনেতাকে। একবছর আগে বিধানসভা ভোটে একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচারের মুখ ছিলেন মহাগুরু। তিনি অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশেও।
কিন্তু ২ মে'র পর তাঁকে আর দেখা যায়নি সক্রিয় রাজনীতিতে। ইতিমধ্যে দু'দিন ধরে হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে বিজেপি কার্যনির্বাহী কমিটির বৈঠক। এই বৈঠকে একাধিকবার উঠে এসেছে বাংলার নাম। শাসক দলের হিংসা থেকে পরিবারতন্ত্রের অভিযোগে হায়দরাবাদের বৈঠকে সরব হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাই চব্বিশের ভোটে বাংলাকে মাছের চোখ করে এখনও থেকেই সংগঠন বিস্তার চাইছেন শাহ-নাড্ডারা। সেই পরিকল্পনার অংশ হিসেবে ফের মিঠুন চক্রবর্তীকে বঙ্গ বিজেপির কর্মসূচির অংশ করা হচ্ছে। এমনটাই রাজ্য বিজেপি সূত্রে খবর।