LATEST NEWS
28 May, 2023

TMC: নাড্ডার সফরকালে মুদ্রাস্ফীতি নিয়ে তোপ চন্দ্রিমার, মনীষীদের অসম্মানের অভিযোগ কুণালের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-০৮ ২১:৩৮:৫৬   Share:   

বুধবার ন্যাশনাল লাইব্রেরির দলীয় অনুষ্ঠানে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিজেপির জাতীয় সভাপতি। তিনি 'সব কা সাথ, সব কা বিকাশ' প্রসঙ্গ উসকে দিয়ে ২০২৪-র জন্য ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। এবার এই 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগানকে কটাক্ষের সুরে বিঁধলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, 'নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, তাতে জন সাধারণে অবস্থা দুর্বিষহ। মানুষের পকেটে আগুন জ্বলছে, নেপথ্যে মুদ্রাস্ফীতি। সবদিক থেকে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন সরকার। কেন্দ্র উদাসীন, তার প্রভাবে ভুগছেন জনগণ। এটাই কি সব কা সাথ, সব কা বিকাশ?' 

অর্থনৈতিক অবস্থা ফেরানোর দিকে নজর নেই মোদী সরকারের। তাই আমাদের লড়াই চলবে। জনবিরোধী কাজের প্রতিবাদ চালিয়ে যাবে তৃণমূল। এভাবেই সরব ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

Ad code goes here

এদিন নাড্ডার বঙ্গ সফরকে তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, 'জেপি নাড্ডার ছবির নিচে বিপ্লবী রাসবিহারী বসুর ছবি। বিজেপি নেতারা বাংলার মনীষীদের অসম্মান করেছে। ক্ষমা চান

Ad code goes here

জেপি নাড্ডা।'

Ad code goes here

তাঁর মন্তব্য, 'দেশকে নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। ভারত জ্বালাও পার্টিতে রূপান্তরিত হয়েছে। বাংলার ধর্মীয় আবেগের অসম্মান অব্যাহত রেখেছে জেপি নাড্ডার সফর। এই আচরণের নিন্দা করছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, মনীষীদের জন্মস্থান কোথায় জানেন না। বারবার অপমান করেছে বিজেপি নেতারা। ধারাবাহিক অপমান করা হচ্ছে।'

Ad code goes here

পাশাপাশি তিনি জানান, আইন ভেঙে রাজনৈতিক কর্মসূচি করতে যাচ্ছে ভারত জ্বালাও পার্টি। কোনো নিয়ম মানে না। মুখোশ পরে বেনামে বুকিং করেছে নেতারা। সুস্থ সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা করছেন জেপি নাড্ডা।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :