শনিবার শিক্ষামেলায় রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, 'মাধ্যমিকে ৮৬% পাশ মানে আরও শিক্ষিত বেকার তৈরি হওয়া।' পাশাপাশি রাজ্যের কর্মসংস্থানের অবস্থা নিয়েও মন্তব্য শোনা গিয়েছে মন্ত্রীর গলায়। কিন্তু সেই মন্তব্যকে 'মিথ্যা প্রচার'-এর আড়ালে পরিবেশন করছে সংবাদ মাধ্যম। রবিবার এভাবেই সুর চড়ালেন অপর এক মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, 'আপনারা এটা মিথ্যে প্রচার করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় যা বলেছেন, আমি শুনেছি, আমি পাশেই ছিলাম। তিনি বলেছেন, জেনারেল এডুকেশনে এখন চাকরি-বাকরি করতে গেলে এমএ পড়ার পরে আপনাকে বিএড-ও পড়তে হবে বা ডিএলএড পড়তে হবে। তা হলে চাকরির সুবিধা আছে। রাজ্যে চাকরি নেই, এ কথা শোভনদেব কখনও বলেননি।'
যদিও রাজ্যের কৃষিমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করতে পিছুপা হয়নি বিজেপি। দলের প্রবীণ নেতা তথাগত রায় ট্যুইটে লেখেন, 'শোভনদেব চট্টোপাধ্যায় যিনি তৃণমূলের অন্দরে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা বলে পরিচিত। মাধ্যমিক পরীক্ষায় পাস করা ৮৬ শতাংশও ছাত্রছাত্রীরাও এখন থেকে শিক্ষিত বেকার রূপে বিবেচিত হবেন বলে তিনি মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের শোচনীয় বেকারত্বের পরিস্থিতির চেহারা এটা।'
এই টুইটের পাল্টা ফিরহাদ বলেছেন, দেশের বেকারত্বের ছবি মোদী সরকার বাড়িয়ে দিয়েছে। ৪৭ শতাংশ বেকারত্ব বেড়ে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নিয়ে বেকারত্ব হয় না। সারা দেশে আজ হাহাকার। মুদ্রাস্ফীতির জন্য আজ দেশে চাকরি নেই। সত্যি কথাটা তথাগত রায়ও জানেন। উনি শিক্ষিত মানুষ। কিন্তু বলতে পারছেন না, কারণ যাতে উনি আবার বঞ্চনার শিকার না হন।