সম্প্রতি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, আগামি লোকসভা ভোটে ২৫টি আসন পাবে বিজেপি। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এই দাবিকে কটাক্ষের সুরে বিঁধেছেন ফিরহাদ হাকিম।
রাজ্যের এই মন্ত্রী তথা কলকাতার মেয়র বলেন, 'বিজেপি যদি ২০২৪-এ ২৫ আসন না পায়, তাহলে সুকান্ত মজুমদার কি রাজনীতি ছেড়ে দেবেন? কান ধরে ওঠবস করবেন? আমাকে লিখিত দিক। আমিও লিখে দিলাম, যদি বিজেপি ২৫টি আসন পায়, রাজনীতি ছেড়ে দেব, কান ধরে ওঠবস করব। এখন বাংলার মানুষের যা অবস্থা, বিজেপি আগামী লোকসভা ভোট জিরো আসন পাবে। বড়জোর এক-দুটি আসন পাবে বিজেপি। উনি কোন শর্তে এই চ্যালেঞ্জ নেবেন আমাকে বলুন, আমি রাজি আছি।'
আর ফিরহাদের এই মন্তব্যকেই পাল্টা দুষেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'মন্ত্রী ফিরহাদ হাকিমের এই বক্তব্য তাঁর ব্যক্তিগত এবং তাঁর দলের সংস্কৃতি, রুচির পরিচয় বহন করছে। উনার কান আছে কিনা জানা নেই। কারণ এই মুহূর্তে কলকাতা পুরসভার যা অবস্থা এবং শহরের বাজারগুলোয় যেভাবে দখলদারি চলছে, সেটা উনি কি জানেন? কিন্তু উনার দলের কাউন্সিলররাই কানাঘুষো করছেন।'
এখানেই থামেননি শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেন, '২০১৯-র আগে তৃণমূল বলেছিল, ২০১৯ বিজেপি ফিনিশ, আমরা ৪২-এ, ৪২। তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, বিজেপি ২২টি লোকসভা আসন পাবে। কিন্তু আমাদের সাংগঠনিক দুর্বলতা এবং ত্রুটিবিচ্যুতির কারণে ১৮ আসনে শেষ করেছিলাম। ২০২৪-এ বিজেপির আসন সংখ্যা ২৪ থেকে গোনা শুরু হবে।'