অগ্নিপথ প্রকল্পের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মমতার মন্তব্য,'বিদ্বেষমূলক রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি চলছে। ধর্ম নিয়ে আলোচনা হোক। ইতিহাসের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। একের সঙ্গে অন্যের মেলবন্ধন রয়েছে। কিন্তু আজকর হঠাৎ করে মুল সমস্যা থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে।'
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'অগ্নিপথ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হয়েছে। আর্মি ট্রেনিং নয়, আর্মস ট্রেনিং? বিজেপির ক্যাডার তৈরির চেষ্টা চলছে। এটা কারা করে? চার বছরের জন্য চাকরি? সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। বিজেপি কী প্ররোচনা দিল, তা নিয়ে রাস্তায় নামবেন না। সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলবো। আগে বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলার নামে বদনাম করা হচ্ছে।' রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবি, '৪০ % কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। দেশকে বিক্রি করে দিতে অগ্নিপথের নামে লালিপপ তুলে দিতে চাইছে। চার বছর পর ওরা কী করবে? মানুষই বুলডোজার, ২০২৪ এই দেশ থেকে বিজেপিকে বুলডোজারে গুঁড়িয়ে দেবে।'
যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, 'মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিন্দনীয়, অনভিপ্রেত। অগ্নিপথ প্রকল্প কেন্দ্রের বহুদিনের পরিকল্পনা। দেশের প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। আমরা মনে করি না, যারা সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী, তাঁরা এভাবে পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ করবে। কিছু মানুষের উসকানির জেরে এসব হচ্ছে।'
তবে কেন্দ্রের সমালোচনায় সরব কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেছেন, ভারতের সামরিক বাহিনীকে দুর্বল করার চেষ্টা চলছে। সমাজের সামরিকীকরণ হবে। ২৫%-কে এই প্রকল্পে নিয়োগ করা হবে? এই নিয়োগ কে বা কারা ঠিক করবে? ভারতীয় ফৌজের গৈরিকিকরণ হবে।'