একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকেই কটাক্ষের নিশানা বানান তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের প্রতি মুখ্যমন্ত্রীর ঝাঁঝ ছিল। তিনি বলেন, 'মানুষের বৃষ্টি চব্বিশে ভাসাবে বিজেপিকে। ওদের মেরুদণ্ডের একদিকে সিবিআই, একদিকে ইডি। আমাদের মেরুদণ্ড সোজা, মাথা উঁচু করে চলি। বিজেপি সব রাজ্যে সরকার ভাঙতে চাইছে। বাংলায় আমাদের হারাতে চেয়েছিল, কিন্তু বিজেপির সেই চেষ্টা সফল হয়নি।'
আর কী বললেন তিনি?
এই করোনায় গত দু'বছরে অনেককে হারিয়েছি, তাদের স্মরণ করুন
তৃণমূল সরকার থাকলে পেনশন, ভাতা, বিনামূল্যে রেশন পাবেন
লক্ষ্মীর ভাণ্ডার, শিল্পীদের পেনশন, কন্যাশ্রী পাবেন
কৃষকদের উপার্জনের দিক থেকে বাংলা প্রথম
দেউচার প্রকল্প হলে বিদ্যুতের দাম কমবে
দেউচা পাঁচামিতে এক লক্ষ চাকরি হবে
তাজপুর পোর্টে ১২ হাজার চাকরি
বাংলায় ৪০% বেকারত্ব কমেছে
সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে
বিজেপিকে কুটুস কুটুস করে পিঁপড়ে কামড় দিয়েছে
তাই ওরা চায় না চাকরি হোক, সবেতেই ভুল ধরছে
১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরী, কিন্তু কোর্টে মামলা চলছে
আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক
মানুষ চাকরি পাবে না, এটাই ওরা চাইছে
বিজেপির মস্তিষ্ক হয়ে গিয়েছে দেউলিয়া, মরুবৃক্ষ
ওদের বুদ্ধির ঢিপি মরুভূমি হয়ে গিয়েছে
ওদের প্রশ্ন করুন, মুড়িতেও জিএসটি?
মিষ্টিতেও জিএসটি, চিড়ে-দইতে জিএসটি!
বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না?
রীতিমতো মুড়ি হাতে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিম। তাঁর স্লোগান, 'আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নয়তো বিজেপি বিদায় নাও।' তাঁর প্রশ্ন, 'গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম কত?' কটাক্ষের সুরে তিনি বলেন, 'সরকার ভাঙছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। কলকাতা থেকে সবচেয়ে বেশি করের টাকা তুলে নিয়ে যায়. চা, কোল ইন্ডিয়ার হেড অফিস বাংলা। সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ। লক্ষ লক্ষ ছাঁটাই চলছে। আর এখন নতুন বিকল্প অগ্নিপথ। আমি বলি ও পথে হেঁট না বাপু। আর্মির কোনও বিকল্প নেই। তাঁর স্লোগান, 'গ্যাসের দাম বাড়ানোর, দাঙ্গা করার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার।'
এদিন তিনি পূর্বতন বাম সরকারের আমলে চাকরি পাওয়ার পদ্ধতিকে কটাক্ষ করেন। সেই আমলে চাকরি বিক্রি হতো বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আক্রমণের নিশানায় ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য।
তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, 'দলের নাম কেউ টাকা তুললে তাঁকে ধরে পুলিসে দেবেন। কোনও কর্মী খেতে না পারলে আমাকে বলুন। তৃণমূল কংগ্রেস মানে নিজেকে পরিছন্ন হিসেবে তুলে ধরতে পারি। এমন প্রার্থনা প্রতিদিন করবেন। বিত্তবান না, আগে বিবেকবান হন। ভারতবর্ষে একটাই আদর্শবান দোল থাকুক যার নাম তৃণমূল কংগ্রেস। একটাই সংস্কৃতিবান দল থাকুক যার নাম তৃণমূল কংগ্রেস। একটাই হিম্মতদার দল থাকুক, যার নাম তৃণমূল কংগ্রেস।'