১৯ এপ্রিল, ২০২৪

Press: 'কয়লা পাচারে যোগ আছে প্রমাণে রাজনীতি ছাড়ব', চ্যালেঞ্জ মলয়ের, পাল্টা বিঁধল বাম-বিজেপি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-07 21:19:01   Share:   

বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Minister Malay Ghatak) ৫টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই (CBI)। নেপথ্যে কয়লা পাচার-কাণ্ড (Coal Case)। প্রায় ৫ ঘণ্টা মন্ত্রীর আসানসোল-কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সে প্রসঙ্গে এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, আজ আমার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি এবং ছেলের বাড়িতে সিবিআই আসে। আমার থেকে ফোন ছেয়েছিল,তিনটি ফোন দিয়ে দিয়েছি। সঙ্গে কাছে ১৪ হাজার টাকা ছিল, সেটা ওরা নেয়নি। আমি যেখানে থাকি সেখানে সরকারি আবাসন। সেখানেও সিবিআই আসে, আমার খুব অবাক লাগল, আমাকে ডাকলো না, তলব করল না, আচমকাই হাজির হয়ে গেল। শুধুমাত্র বদনাম করার জন্য এই অভিযান। আমাকে আসানসোল পুরসভা ভোট, আসানসোল লোকসভা ভোট উপনির্বাচনের সময়েও ডেকেছে। আমি তো সব উত্তর দিয়েছি।' 

১৪ সেপ্টেম্বর ইডির তলব প্রসঙ্গে মন্ত্রী জানান, আমি ১৪ সেপ্টেম্বর তলবের কোনও চিঠি বা মেল পাইনি। আমাকে ডাকবে, আমি যাবো, কিন্তু রাজনৈতিক কারণে আমাকে টার্গেট করা হয়েছে। একটা লোক যদি বলে আমি কয়লা নিয়েছি বা কয়লা পাচারে জড়িয়ে তাহলে রাজনীতি ছেড়ে দেব।

এদিন সিবিআই হানা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'আদালতের নির্দেশে এই তদন্ত। কেউ দোষী প্রমাণিত হলে, আদালত শাস্তি দেবে। তাই এই তদন্তকে প্রভাবিত করার কোনও ইচ্ছা নেই বিজেপির। আমরা শুধু আবেদন করেছি যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ হোক। আগে বাংলার মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনে সকালে উঠতেন, এখন বালি আর কয়লা শুনছেন।'

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'বাংলার আইনমন্ত্রী বেআইনি কাজের সঙ্গে যুক্ত। পার্থ, অনুব্রত, এই তালিকায় আরও অনেকে আছে। ভাইপো ম্যানেজ করে আসায় কি মলয় ঘটক ঢুকে গেলেন তালিকায়। ভাইপোর থেকে তথ্য জেনে এখন কি মলয় ঘটক?'


Follow us on :