রামপুরহাটকাণ্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রামপুরহাট অগ্নিকাণ্ডে বাংলাকে হেয় করতে বিরোধীদের বৃহত্তর চক্রান্তের দিকে অভিযোগের আঙুল তোলেন ফিরহাদ হাকিম। সিট তদন্তে সত্যিটা উঠে আসবে, অপরাধীরা ধরা পড়বে এবং আদালতে সাজা হবে। এভাবেই রামপুরহাট অগ্নিকাণ্ডে সরব ফিরহাদ।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আবার অভিযোগ, তৃণমূল খুন করেছে তৃণমূলকে। কারণ রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম জিতেছে। বগটুই গ্রামের বাসিন্দাদের ভোট লুঠের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরেও সেখানে সিপিএম জিতেছে। তার প্রতিশোধ নিতেই এই হামলা।'
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন এই ঘটনায়। তৃণমূল নেতাকে খুন করে তারপর এই আগুন লাগানো হয়েছে। ট্যুইটে ফের এই অভিযোগ তোলেন তিনি। যদিও এদিন সকালে তিনি বগটুই গ্রামের অগ্নিকাণ্ডকে গ্রাম্য বিবাদ বলে দাবি করেছিলেন। কিন্তু বেলা গড়াতেই তাঁর ট্যুইটে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত।
তিনি লেখেন, 'শান্ত বাংলাতে ইস্যু তৈরি করতে কারা এই কাজ করেছে, তা সকলেই বুঝছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। ওসিকে ক্লোজড করা হয়েছে, এসডিপিও অপসারিত। গঠিত হয়েছে সিট। এখনও পর্যন্ত ১১ জন গ্রেপ্তার।তদন্ত চলছে।'
ফিরহাদ এবং কুণাল রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে আঙুল তুললেও, আইনশৃঙ্খলার অবনতিকেই দুষেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ট্যুইটে লেখেন, বাংলায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। গত সন্ধ্যায় পঞ্চায়েত উপপ্রধান বোমার ঘায়ে নিহত হওয়ায় রামপুরহাটে উত্তেজনা এবং সন্ত্রাসের আবহ। তারপরেই উন্মত্ত জনতা গ্রামের একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।'
তাঁর আরও অভিযোগ, 'সারারাত ধরে চলা এই তাণ্ডবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই মহিলা। এখনও অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের কাজ চলছে। মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে প্রশাসনও যথাসাধ্য চেষ্টা করছে। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার।'
শুভেন্দুর এই ট্যুইটের মাঝেই রামপুরহাট পৌঁছন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দোপাধ্যায়। এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই তিন নেতা। সেই সাংবাদিক বৈঠকে ঠিক কী বললেন ফিরহাদ?
অপরাধীদের ধরতেই হবে
চক্রান্তকারীদের ধিক্কার
সিট এসে তদন্ত করুক, অভিযুক্তদের গ্রেফতার করে কোর্টে তুলুক
সিট আসছে, পুলিসের ডিজি আসছেন, উচ্চ পর্যায়ের তদন্ত হোক
তদন্ত করে দেখা হোক পিছনে কারা
বাংলাকে নিচু করার চক্রান্ত চলছে, তৃণমূলের কেউ যুক্ত থাকলেও সাজা হবে
সিপিএম, টিএমসি, বিজেপি, যে জড়িত থাকুক সাজা হবে
এখনও পর্যন্ত ৮ জন মৃত, তিনটি বাড়ি আগুনে নষ্ট হয়েছে
ফরেন্সিক টিম পরীক্ষা করে দেখবে কী কারণে আগুন
মুখ্যমন্ত্রী অন্যায় সহ্য করেন না, এখানেও করবেন না
এদিকে, এদিন বিধানসভা থেকে রাজ ভবন অবধি বিক্ষোভ মিছিল করে বিজেপি। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও রাজ্যপাল উত্তরবঙ্গে, তাই তাঁর সঙ্গে সাক্ষাৎ না করে ভিডিও কলে কথা বলে বিজেপির প্রতিনিধি দল। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'রাজ্যপালকে ভিডিও কলে আমাদের দাবি জানিয়েছি। ওকে বলেছি উত্তরবঙ্গ থেকে ফিরে রামপুরহাটে গিয়ে পরিস্থিতি দেখুন। যেভাবে ভোট পরবর্তী হিংসার চিত্র দেখতে উত্তরবঙ্গে গিয়েছিলেন। রাজ্যপাল আমাদের আশ্বাস দিয়েছেন রামপুরহাট যাওয়ার।' আর কী বললেন শুভেন্দু?
রাজ্যপাল বলেছেন এই ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন
কেন্দ্রীয় দল আসবেন, খতিয়ে দেখবেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নরসংহার বন্ধ হোক
আমাদের বিধায়করা রামপুরহাট যাবেন এলাকা ঘুরে দেখবেন
ডিজিকে নিরাপত্তা দেওয়ার আবেদন করা হয়েছে
রাজ্যের আইনশৃঙ্খলা বেহাল
এই ঘটনা নির্মম-মর্মান্তিক
বীরভূমের ছোট মুখ্যমন্ত্রী, যাকে সিবিআই খুঁজছে নানা তত্ত্ব খাড়া করছেন
পরিষদীয় মন্ত্রী, ডিজি আবার অন্য কথা বলছেন ওরা বিভ্রান্ত