০৫ অক্টোবর, ২০২৩

Mayor: কলকাতা ও হাওড়ার মেয়র বাবুল ও ডাঃ সুজয় ?
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভার প্রচার শুরু হয়ে গিয়েছে | যদিও প্রার্থী কারা হবেন, তা এখনও ঘোষণা হতে বাকি | অন্যবারের মতো যাঁরা ছিলেন, তাঁরাই প্রার্থী হবেন, এমন নিশ্চয়তা নেই | বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের 'আইপ্যাক' সারা বাংলা জুড়ে একটা সমীক্ষা চালিয়েছিল বলে খবর | তাদের বড় একটি টিম নানা প্রান্তে গিয়েছে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেছে।  তাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে নাকি এমনও প্রশ্ন ছিল যে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতা কেমন কাজ করছে | তারই সঙ্গে এমনও প্রশ্ন ছিল, এলাকায় জনপ্রিয় ব্যক্তি কে, যিনি এলাকার জন্য কাজ করেন | 

সূত্র মারফত জানা গিয়েছে, এই সমস্ত রিপোর্ট জমা পড়েছে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে | সেই রিপোর্ট অনুযায়ী ঠিক হচ্ছে কারা প্রার্থী হওয়ার উপযুক্ত | এই লিস্টে এলাকার বা শহরের নামি বা শিক্ষাবিদ, চিকিৎসক, ক্রীড়াবিদ, সাংবাদিক সকলেরই নাকি নাম রয়েছে | লিস্ট অনুযায়ী নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগামী কয়েকদিনের মধ্যে নাম ঘোষিত হওয়ার কথা রয়েছে |

ইতিমধ্যে তৃণমূলের অন্দরে ঠিকই আছে এক ব্যক্তি এক পদ | সেই কারণে ববি হাকিম বা অন্য কোনও মন্ত্রীর কলকাতা বা হাওড়ার মেয়র হওয়ার সম্ভাবনা কম বলেই সূত্র মারফত খবর | জানা গিয়েছে, কলকাতার জন্য ঠিক করা হয়েছে সদ্য বিজেপি ত্যাগ করা বাবুল সুপ্রিয়র নাম | এই নাম নাকি অভিষেকের কাছেও প্রস্তাব হিসাবে গিয়েছে এবং নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা | সাংসদ পদ ছাড়ার পর বাবুল কোনও পদ পাননি, এবারে হয়তো তাঁর ভাগ্য খুলতে পারে | তাঁকে দাঁড় করানো হতে পারে কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডে।  

অন্যদিকে হাওড়ার মেয়র ছিলেন রথীন চক্রবর্তী, যিনি পেশায় ডাক্তার ছিলেন। কিন্তু তিনি দল ছেড়ে বিজেপিতে যান এবং পরাজিত হন | বর্তমানে তিনি হাওড়ার দায়িত্বে আছেন| তৃণমূলের তরফ থেকে আরও এক ডাক্তারের নাম শোনা যাচ্ছে | শিশু চিকৎসক ডঃ সুজয় চক্রবর্তী | সুজয়বাবু বেশ কিছু সরকারি কাজে যুক্ত ছিলেন | প্রশ্ন কদমতলার এই ডাক্তারই কি পরবর্তী মেয়র প্রার্থী ? 


Follow us on :