মা কালীকে নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের বিরোধিতায় পথে নেমেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছে প্রধান বিরোধী দল। তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিতে সরব বিজেপির মহিলা মোর্চা। এই পরিবেশে নিজেকে মা কালীর উপাসক বলে দাবি করলেন মহুয়া মৈত্র। বুধবার সকাল থেকে একগুচ্ছ ট্যুইট করেন মহুয়া। তাঁর সাম্প্রতিকতম ট্যুইট, 'শোনো বিজেপি, আমি কালীর উপাসক। কোনও কিছু ভয় পাই না। তোমাদের গুণ্ডাবাহিনী, সমালোচনা, পুলিস কাউকে না। সত্য প্রতিষ্ঠা করতে বিকল্প লাগে না।'
এদিকে, মহুয়ার সমর্থনে ট্যুইট করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং কংগ্রেস সাংসদ শশী থারুর। অভিনেত্রী স্বরা লেখেন, 'মহুয়া মৈত্র অসামান্য। তাঁর কণ্ঠের জোর আরও বাড়ুক।' তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের দাবি, আমি নিশ্চিত কাউকে আঘাত করতে মহুয়া মৈত্র ওই মন্তব্য করেননি।'
Bring it on BJP!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.
Truth doesn’t need back up forces.
অপরদিকে শুধু কলকাতা নয়, মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রদেশেও অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আইপিসির ২৯৫-এ ধারায় মামলা দায়ের হয়েছে।