বাঁকুড়ার মাচানতলায় বিজেপির (BJP Rally) কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য করেন দলীয় সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আলুর দামবৃদ্ধির জন্য রাজ্যকে দায়ী করে মঞ্চ থেকেই তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। ভয়মুক্ত বাংলা, হিংসামুক্ত রাজনীতির দাবি তুলে বুধবার বাঁকুড়ার (Bankura) হিন্দু হাইস্কুল ময়দান থেকে পদযাত্রা করে মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে সভা করেন দিলীপ ঘোষ। যদিও দিলীপের এই মন্তব্যকে সমালোচনার সুরে বিঁধেছে তৃণমূল।
ওই সভার মঞ্চ থেকেই দিলীপ ঘোষ বলেন, 'আলু ১৫-২০ টাকা বেড়ে আজ ৩৫ টাকায় পৌঁছে গিয়েছে। আলু কি ইউক্রেন থেকে আসে, না রাশিয়া থেকে আসে? ৯০ টাকার পেট্রোল যদি ১১৫ টাকা হয়, তাহলে দাম বাড়ল ২০ থেকে ২৫ শতাংশ। আর আলু ১৮ টাকা থেকে ৩৬ টাকা হয়েছে। অর্থাৎ ১০০ শতাংশ দাম বেড়েছে। পেট্রল কেউ খায় না, কিন্তু আলু সবাই খায়। এখন তৃণমূল নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখুন তারা কেমন দৌড় মারবে। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম।'
আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এহেন মন্তব্যকে কুরুচিকর আখ্যা দিয়েছেন তৃণমূল নেতা শ্যামল সাঁতরা। তিনি বলেছেন, 'বিজেপি নেতা হিসেবে দিলীপ ঘোষ তৃণমূল নেতারদেরকে কুকুরের সঙ্গে তুলনা করে পিছনে পেট্রোল দেওয়ার কথা বলেছেন। কুরুচিকর এই মন্তব্যের জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। বিজেপির সংস্কৃতি কোন জায়গায় পৌঁছেছে, সেটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। আর এই ধরনের মন্তব্যর জন্য আগামি দিনেও বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে।'