অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝটিকা অসম সফরকে একযোগে আক্রমণ করেছে বিজেপি এবং কংগ্রেস। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিষেককে চ্যালেঞ্জ, 'অসমে তৃণমূল একটা সাংসদ পেলে আমি রাজনীতি করা ছেড়ে দেব।' পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, 'বিজেপির বিরুদ্ধে লড়তে নয় বরং কংগ্রেসকে দুর্বল করতে একাধিক রাজ্যে ভোটে লড়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।' এদিন চব্বিশের ভোটের আগে অসমে দলের সাংগঠনিক শক্তি পর্যালোচনায় ঝটিকা সফর করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তিনি দাবি করেন, 'ত্রিপুরা-মেঘালয়ে আগামি দিনে সরকার গড়বে তৃণমূল। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেই। চোখে চোখ রেখে লড়াই করবে তৃণমূলই।' এমনকি ইডি-সিবিআই দিয়ে ধমকানো-চমকানো যাবে না। এদিন এই বার্তাও দিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি অসম থেকে ১০টি লোকসভা আসনে লক্ষ্যমাত্রা এদিন তিনি বেঁধে দিয়েছেন।
অভিষেকের এই মন্তব্যগুলোকে হাতিয়ার করেই এদিন সরব হয়েছিল তৃণমূল বিরোধী দলগুলো। সুকান্ত মজুমদার বলেন, 'চোরের মায়ের বড় গলা। অসমে গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন। একটা আসন পেলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। বাড়ির লোকেদের ইডি-সিবিআই ডাকছে, তাই টেনশনে আছেন বলে হাওয়া গরম করছেন।'
একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, 'কোন রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূল? ত্রিপুরা, মেঘালয়ে কংগ্রেসকে ধ্বংস করে বিজেপির হাত শক্ত করেছে। ওখানে যারা তৃণমূলে যোগ দিয়েছিল তাঁরা এখন ভুল বুঝতে পেরেছে। গোয়ার তৃণমূল নেতারা বলছে আমরা প্রতারিত। একটা রাজ্য দেখান যেখানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়েছে।'